প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হলেন RBI-র প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

February 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছিল, আর ফেব্রুয়ারিতেই নতুন দায়িত্বে প্রত্যাবর্তন ঘটল শক্তিকান্ত দাসের। অর্থাৎ মাত্র দু’মাস অবসরে ছিলেন তিনি!

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হল তাঁকে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা। এর অর্থ, এবার থেকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি-১ পি কে মিশ্রর সঙ্গে কাজ করবেন শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শক্তিকান্ত ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের আইএএস আধিকারিক। ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হন তিনি। ছ’বছর দেশের শীর্ষ ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার পর গত বছর ডিসেম্বরে অবসরগ্রহণ করেন তিনি। কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক অর্থনীতি যখন টলমল করছে, তখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে শক্তিকান্তের ভূমিকার প্রশংসা করেছিলেন অনেক অর্থনীতিবিদই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen