Jagdeep Dhankhar: প্রাক্তন উপরাষ্ট্রপতি নয়, পেনশনের আবেদনে কংগ্রেসের Ex-MLA পরিচয় – কেন?

প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে যে একাধিক সরকারি সুযোগসুবিধা পাওয়ার কথা তাঁর, তার জন্য এখনও পর্যন্ত কোনও আবেদন করেননি।

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৪: দেড় মাসের নীরবতার পর ফের শিরোনামে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ইস্তফার পর জনসমক্ষে কার্যত অদৃশ্য থাকলেও এবার নতুন কারণে আলোচনায় তিনি। কংগ্রেসের টিকিটে প্রাক্তন বিধায়ক থাকার ভিত্তিতেই পেনশনের জন্য আবেদন জানিয়েছেন ধনকড়। অথচ প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে যে একাধিক সরকারি সুযোগসুবিধা পাওয়ার কথা তাঁর, তার জন্য এখনও পর্যন্ত কোনও আবেদন করেননি।

রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল কংগ্রেসের (Congress) হাত ধরেই। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন তিনি। এরপর যোগ দেন বিজেপিতে (ব্জপ), হন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। বাংলার রাজ্যপাল (Governor of Bengal) হিসেবে দায়িত্ব পালন করার পর শেষ পর্যন্ত দেশের উপরাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন ধনকড়। একাধিক পদ সামলানোয় সব ক্ষেত্রেই তিনি পেনশনের যোগ্য। তবু এবার কংগ্রেস বিধায়ক পরিচয়কেই বেছে নিলেন তিনি।

রাজস্থান বিধানসভার (Rajasthan Legislative Assembly) সচিবালয় সূত্রে খবর, ধনকড়ের আবেদন গৃহীত হয়েছে। নিয়ম অনুযায়ী ৩৫ হাজার টাকা পেনশন (Pension) পাবেন তিনি। বয়স ৭০ পেরনোয় আরও ২০ শতাংশ বাড়তি মিলে মাসিক প্রায় ৪২ হাজার টাকা হাতে আসবে।

অন্যদিকে, প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে তাঁর মাসে ২ লক্ষ টাকার বেশি পেনশন পাওয়ার কথা। সঙ্গে রয়েছে সরকারি বাংলো, বিদ্যুৎ ও জলখরচ বহনের সুবিধা, বিনামূল্যে আকাশ ও রেলযাত্রা, চিকিৎসা ও ব্যক্তিগত চিকিৎসক, সচিবীয় সহায়তা, এমনকি স্ত্রীর জন্যও একজন সচিব, এই সব সুযোগসুবিধাও তিনি চাইলে পাবেন। কিন্তু এত সব সুবিধার জন্য আবেদন না করে প্রাক্তন কংগ্রেস বিধায়ক (Congress MP) পরিচয়ে পেনশন নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen