রকস্টার রূপম-কে নিয়ে উন্মাদনা দেখল মধ্যমগ্রাম, বন্ধ হল ফসিলসের কনসার্ট

‘‌ওপেন টু অল’‌ অর্থাৎ বিনা টিকিটে শো’র আয়োজন, ফলে দর্শকদের তিল ধারণের জায়গা ছিল না।

January 3, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রকস্টার রূপমকে নিয়ে উন্মাদনার শেষ নেই, কার্যত সেই উন্মাদনার সাক্ষী থাকল মধ্যমগ্রাম। ভিড়ের চাপে বন্ধ হয়ে গেল ফসিলসের কনসার্ট। মঙ্গলবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় আয়োজন করা হয়েছিল ফসিলস লাইভ। সেদিন দুপুর থেকেই রূপম ভক্তদের ভিড় ছিল মধ্যমগ্রাম চৌমাথায়। ‘‌ওপেন টু অল’‌ অর্থাৎ বিনা টিকিটে শো’র আয়োজন, ফলে দর্শকদের তিল ধারণের জায়গা ছিল না। বাইরে ছিল আরও ভিড়। ভিড়ের চাপের রাস্তা বন্ধ হয়ে যায়। চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা। পুলিশ শ্রোতাদের সরিয়ে নিয়ে যাওয়ার সময়তেও তাঁরা রূপমের গান গাইছিলেন।

সমাজ মাধ্যমে রূপম লেখেন, “গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen