আজ মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, নিজের লেখা গানে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার, ১৬ জানুয়ারি বিকাল ৪টের সময় শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ বা মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য এবং পর্যটনকে এক সূত্রে বাঁধতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজসাজ রব। বুধবার নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে এই সফরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ মাটিগাড়ায় ওই শিলান্যাস অনুষ্ঠানটি সম্পন্ন হবে। তাঁর আগে নিজের লেখা ও সুর করা গানে মহাকাল মন্দির উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।
সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখছেন, ‘‘ভোলেবাবা পার লাগাও/ ত্রিশূলধারী শক্তি জোগাও/ ভোলেবাবা পার লাগাও/সর্ব বিপদ দূর করাও…
আজকের এই ঐতিহাসিক দিনে বাংলার মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হচ্ছে। শিলিগুড়ির মাটিগাড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ শিব মন্দির ‘মহাকাল মহাতীর্থ’-র ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হচ্ছে। বাংলা তথা দেশের মানুষকে আমার আন্তরিক অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি।’’
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত ২৯ ডিসেম্বর দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মমতা জানিয়েছিলেন, জানুয়ারিতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। শিলিগুড়ির মাটিগাড়ায় মোট ৫৪ বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। গত বছরের ৪ অক্টোবর প্রবল বর্ষণ ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল পাহাড়। সেই সময় বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ইতিমধ্যেই একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।