প্রত্যাহার জারি হওয়ার সাড়ে চার লক্ষ শুনানি-নোটিশ, ঘুরপথে ভুল সংশোধন কমিশনের?

January 6, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৯: গাফিলতির জেরে ‘আনম্যাপ’ হয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ ভোটার। জারি হয়েছিল শুনানির নোটিশ। নিজেদের গাফিলতি বুঝে তড়িঘড়ি প্রত্যাহার করে নেওয়া হল শুনানির নোটিশ। নথি থাকা সত্ত্বেও কীভাবে ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন, আতঙ্কে ভুগছিলেন তাঁরা। আপাতত তাঁরা স্বস্তিতে।

নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়। গাফিলতির জেরে বিএলও অ্যাপে ম্যাপিংয়ের তথ্য আপলোড করা হয়নি। তার জেরে কয়েক লক্ষ মানুষ নো-ম্যাপ ভোটারের তালিকায় চলে গিয়েছিলেন। শুনানির নোটিসও ইস্যু হয়ে গিয়েছিল তাঁদের নামে। ঘুরপথে ‘ভুল’ স্বীকার করল কমিশন। সোমবারই প্রত্যাহার হল জারি হওয়া প্রায় সাড়ে ৪ লক্ষ শুনানির নোটিশ।

SIR শুরু হওয়ার আগেই, ২০০২ সালের (সর্বশেষ SIR হওয়া ভিত্তিবর্ষ) ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকা লিঙ্ক করার কাজ শুরু হয়েছিল। ২০০২ সালের তালিকায় থাকা ভোটারদের নাম আপলোডও করা হয়েছিল বিএলও অ্যাপে। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, ম্যাপিংয়ের কাজে ব্যাপক ত্রুটি রয়ে গিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম আপলোডই করা হয়নি। কমিশনের ভুলেই ভুগতে হয়েছে ভোটারদের। অ্যাপে তথ্য না-থাকায় এই সব ভোটারকে ম্যাপ করাতে পারেননি বুথ লেভেল অফিসাররা (BLO)। ফলে এই ভোটারদের নামে শুনানির নোটিশও ইস্যু হয়ে গিয়েছিল।

অবশেষে কমিশনের নড়েচড়ে বসল। কমিশন জানায়, এমন ধরনের ভোটারদের যদি শুনানির নোটিশ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অবিলম্বে BLOরা ফোন করে তাঁদের শুনানিতে না-আসার জন্য জানিয়ে দেবেন। যে নোটিশ এখনও দেওয়া হয়নি, সেগুলি ERO-দের কাছে রেখে দিতে হবে। এমন ভোটারদের তরফে জমা পড়া নথি সংগ্রহও করতে হবে। ডিইওদের তত্ত্বাবধানে সেই নথি আপলোড করবেন ইআরওরা, যাতে ভোটারকে শুনানির সম্মুখীন না হতে হয়। সূত্রের খবর, এমন সাড়ে চার লক্ষ ভোটারের শুনানির নোটিসে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ‘নট ফাউন্ড’ হিসাবে চিহ্নিত হয়েছিলেন তাঁরা। এখন বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, এই ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করতে হবে। তাঁদের ছবি তুলে সংগৃহীত নথির সঙ্গে অ্যাপে তা আপলোড করতে হবে। অন্যদিকে, কমিশনের নয়া নির্দেশে কাজের চাপ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বিএলওরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen