Leh: রাজ্যের দাবিতে উত্তাল লাদাখ, মৃত ৪, বিজেপি অফিসে আগুন

September 24, 2025 | 2 min read
Published by: Manas Modak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: লাদাখের লেহ (Leh) অঞ্চলে বুধবার রাজ্যের মর্যাদা ও অন্যান্য দাবি নিয়ে ব্যাপক আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে, এবং এখনও পর্যন্ত এতে অন্তত ৪ জনের প্রাণহানি ও পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের একাংশের হিংসাত্মক হয়ে ওঠা ও পাথর ছোঁড়ার পরিপ্রেক্ষিতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপ্রয়োগ করে। বিক্ষোভকারীরা শহরে বিজেপির (BJP) অফিসে অগ্নিসংযোগ করে, পাথর ছোঁড়ে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই অরাজকতার মধ্যে একটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যা গত কয়েক সপ্তাহ ধরে বেড়ে ওঠা আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

লেহ এপেক্স বডির (Leh Apex Body) যুব শাখার ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। তাঁদের এই আন্দোলন পরিবেশবিদ সোনাম ওয়াংচুকের (Sonam Wangchuk) প্রতি সংহতি জানিয়ে। ওয়াংচুক কেন্দ্র-শাসিত অঞ্চল লাদাখের জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা (statehood) এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের (sixth schedule) অধিকার আদায়ের দাবিতে গত ১৪ দিন ধরে অনশনে রয়েছেন।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ২০শে সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখের নেতৃত্বের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার ঘোষণা করে। এরপর আগামী ৬ই অক্টোবর আলোচনার পরবর্তী দফার দিন নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, লাদাখে দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৩ সালের ২রা জানুয়ারি একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি (high power committee) গঠন করেছিল। লেহ এপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (Kargil Democratic Alliance) নেতৃত্বে রাজনৈতিক সংগঠনগুলি লাদাখের জন্য রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সুরক্ষা দাবি করে আসছিল।

আর্টিকেল ৩৭০ (Article 370) বাতিলের পর গঠিত এই দুই সংগঠনের যৌথ নেতৃত্বের সাথে কমিটির শেষ আলোচনা হয়েছিল গত ২৭শে মে। সেই আলোচনার পরিণতিতে লাদাখে স্থানীয় বাসিন্দা নীতির (domicile policy) প্রণয়ন করা হয়। কিন্তু তারপর থেকেই আলোচনা বন্ধ হয়ে যায়, যা বর্তমান অশান্তির একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen