যোগীরাজ্যে লরিতে ধাক্কা গাড়ির, দুই বাঙালি সহ চার MBBS পড়ুয়ার মৃত্যু পথ দুর্ঘটনায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। তীব্র গতিতে লরিতে ধাক্কা মারল গাড়ি! দুর্ঘটনায় উত্তরপ্রদেশে দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা যাচ্ছে, চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। হটাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চার পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। তাঁরা ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের MBBS পড়ুয়া ছিলেন।
বুধবার রাত ৯টা ৪৫ মিনিট দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। পুলিশে খবর দেওয়া হয়। দেহগুলি গাড়ি থেকে বার করে আনে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়। গাড়ি থেকে একাধিক মদের বোতল এবং চিপ্সের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, পড়ুয়ারা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।