নিখরচায় বাস পরিষেবা, সৌজন্যে জাতীয় বাংলা সম্মেলন

এদিন দুপুরে একটি বাস হাজরা মোড় থেকে গড়িয়া যায়।

July 2, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

গণপরিবহন চালু হয়েছে গতকাল থেকে। কিন্তু রাস্তায় যারা বেড়িয়েছেন, তাঁদের অধিকাংশই বলছেন ‘বাস নেই’। অথচ সরকারি নির্দেশ অনুযায়ী বাস চলার কথা। অফিসের নিত্যযাত্রী, প্রয়োজনীয় কাজের জন্য পথে বেরোতে বাধ্য হওয়া মানুষ, সকলেই এদিন কম বেশি হয়রানির শিকার। বেসরকারি বাস সংগঠনগুলির পক্ষ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছে। অন্যদিকে, অ্যাপ ক্যাব সংস্থাগুলি ইতিমধ্যেই ভাড়া বাড়িয়েছে। এই পরিস্থিতিতে শহরের রাস্তায় নামল ‘জয় বাংলা’ বাস।

পেট্রোল, ডিজেলের প্রায় সেঞ্চুরি হাঁকানো অবস্থায় এই বাস পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। জাতীয় বাংলা সম্মেলনের (Jatiyo Bangla Sommelon) উদ্যোগে ও ‘Kolkata Bus-O-Pedia’ এবং ফোনেক্স গ্রুপের সহযোগিতায় দুপুর ১২টায় হাজরা মোড় থেকে এই কোভিড স্পেশাল বাস পরিষেবা চালু হল। উদ্যোক্তাদের পক্ষে সিদ্ধব্রত দাস জানালেন, ‘বর্তমান লকডাউন এবং কোভিড পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থা প্রায় ৪৫ দিন স্তব্ধ থাকার পর আজ থেকে শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে  মানুষের সুবিধার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার। পরীক্ষামূলক ভাবে কাল থেকে ৩টি রুটে একটি বাস চালু করা হচ্ছে।’


রুটগুলি হল- ১)দমদম চিড়িয়া মোড় থেকে হাওড়া ময়দান, ২)হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, ৩)সল্টলেক সেক্টর ফাইভ থেকে গড়িয়া স্টেশন।

এদিন দুপুরে একটি বাস হাজরা মোড় থেকে গড়িয়া যায়। সেখান থেকে সল্টলেক সেক্টর ৫, এবং সেখান থেকে হাওড়া ময়দান হয়ে চিড়িয়া মোড়। এই বাসে উঠতে গেলে আগাম বুকিং করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ৩ টি রুটের আলাদা আলাদা ফোন নম্বর দেওয়া হচ্ছে। এদিন হাজরা মোড়ে সূচনা পর্বে ছিলেন এই পরিষেবা প্রকল্পের প্রধান দুই উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায় ও বাবুন বন্দ্যোপাধ্যায়। উৎসাহী যাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। যদিও কতদিন সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কেউ কেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen