বিহার ভোটের ফলাফল থেকে ইডেন টেস্ট, আজ দিনভর কোন কোন খবরে থাকবে নজর

November 14, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৮:৩০: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল
সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। NDA-র প্রত্যাবর্তন, নাকি মহাগঠবন্ধনের হাত ধরে বিহারে পালাবদল ঘটবে? জানা যাবে আজ। বিহারের ৪৬টি গণনাকেন্দ্রে চলছে ভোটগণনা। ২৪৩ আসনে লড়াই করা মোট ২,৬১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজই। দিনভর সেদিকে নজর থাকবে আজ।

ইডেনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট
শুক্রবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু প্রথম টেস্ট। ছ’বছর পর ইডেনে লাল বলের ক্রিকেট ফিরল, বাড়তি উন্মাদনা রয়েছে দর্শকদের মধ্যে। প্রথম দিন কেমন শুরু করেন গিলরা সেদিকে নজর থাকবে। আজ খেলা শুরু সকাল সাড়ে ন’টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্ত
দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্ত চলছে। একাধিক ভিডিও ফুটেজ পেয়েছেন তদন্তকারীরা। ঘাতক গাড়ির গতিবিধির পুনর্নির্মাণ করা হয়েছে। আল-ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের নাম জেরায় উঠে আসছে। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘাতক গাড়ির চালক উমর নবির সম্পর্কেও নিশ্চিত হওয়া গিয়েছে। তদন্তের খবরের দিকে নজর থাকবে।

কী বলছে হাওয়া অফিস?
আগামী তিন দিন দক্ষিণে তাপমাত্রার তেমন হেরফের হবে না। স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার কোনও ফারাক হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen