পরিচালনা থেকে সুরের মঞ্চে, এবার সঙ্গীত পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়

November 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০:  চিত্রনির্মাতা হিসেবে বহুদিন ধরেই নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। গল্প বলার নিজস্ব ভঙ্গি, চরিত্র নির্মাণের নিখুঁত বোধের পাশাপাশি তাঁর সিনেমায় সঙ্গীতের ব্যবহারও বরাবরই আলাদা নজর কেড়েছে। এবার সেই সৃজিতই নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন — সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে।

বাংলা চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে অটোগ্রাফ দিয়ে। সেই সময় অনুপম রায়ের সঙ্গে তাঁর সঙ্গীতযাত্রা দারুণ সাড়া ফেলেছিল দর্শক-শ্রোতার মনে। পরবর্তীকালে বাইশে শ্রাবণ, জাতিস্মর, চতুষ্কোণ–এর মতো ছবিতেও সেই জুটি জনপ্রিয়তা ধরে রেখেছে। শুধু নিজের সিনেমাই নয়, লে ছক্কা, মাছ মিষ্টি অ্যান্ড মোর, ক্রস কানেকশন–এর মতো অন্য পরিচালকদের ছবির জন্যও গান লিখেছেন তিনি। গীতিকার হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবার তাঁকে নিয়ে যাচ্ছে নতুন সৃষ্টিশীল দিগন্তে—সঙ্গীত পরিচালনার আসনে।

শোনা যাচ্ছে, পরিচালক সুমন ঘোষের নতুন সিনেমা শ্রীরামপুর ডায়রিজ–এর জন্যই সঙ্গীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে সৃজিতকে। নব্বইয়ের দশকের গোড়ার সময়ের রোমান্স আর মজার মিশেলে তৈরি এই ছবিতে অভিনয় করবেন ঋদ্ধি সেন ও সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সুমনের তরফে একটি মিউজিক প্রোডাকশনের প্রস্তাব এলেও পরে সুর ও সম্পূর্ণ সংগীত পরিচালনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন সৃজিত।

এতেই শেষ নয়। তাঁর নিজের পরিচালিত আসন্ন ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্র–এর গানেও থাকছে সৃজিতের সুর। অর্থাৎ, গীতিকার থেকে এবার পুরোপুরি সুরকার—চলচ্চিত্র জগতে আরেকটি রূপে দর্শক-শ্রোতার সামনে হাজির হতে চলেছেন টলিপাড়ার ‘ফার্স্ট বয়’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen