আজ মধ্যরাত থেকে রবিবার অবধি শিয়ালদহের কোন কোন স্টেশনে বন্ধ ট্রেন চলাচল?

বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত, শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

June 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
শিয়ালদহ শাখায় ফের ভোগান্তির আশঙ্কা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ ডিভিশনের প্রায় সব স্টেশনেই ১২ কোচের ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ফলে প্ল্যাটফর্মের কাজ চলবে। নন-ইন্টারলকিংয়ের কাজ করতে শিয়ালদহে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়মাবলী জারি থাকবে বলে জানিয়েছে রেল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত, শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

শিয়ালদহের ২১ প্ল্যাটফর্মের মধ্যে ৫টি প্ল্যাটফর্ম অপারেশনের জন্য স্থগিত থাকবে। বাকি ১৬টি চালু থাকবে৷

শহরতলির ৮৯৪টি ট্রেনের মধ্যে ৮০৬টি ট্রেন চলাচল করবে৷ ১৪৭টি ট্রেনের যাত্রাপথ ছোট করা হচ্ছে।

শিয়ালদহ দক্ষিণ শাখায় স্বাভাবিক নিয়মে ট্রেন চলবে।

শহরতলির যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ উত্তর ও মেইন লাইনে বেশিরভাগ ১২ কোচের ইএমইউ চালান হবে।

চার জোড়া এক্সপ্রেস ট্রেন যেমন শিয়ালদহ-আজমির এসএফ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ও শিয়ালদহ-আসানসোল সুপার ফাস্ট শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং সেখানেই পৌঁছবে। শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং সেখানেই পৌঁছবে।

বাকি এক্সপ্রেস ট্রেন শিয়ালদহ থেকেই ছাড়বে, ওখানেই পৌঁছবে। কোনও সংরক্ষিত এক্সপ্রেস সুপার ফাস্ট ট্রেন বাতিল হচ্ছে না।

যে ট্রেনগুলো শিয়ালদহ থেকে কলকাতা স্টেশনে ডাইভার্ট করা হচ্ছে, সেগুলি একই সময়সূচী অনুযায়ী ছাড়বে ও পৌঁছবে।

প্রায় ৪০০ জন অতিরিক্ত কর্মী এই সময় ২৪ ঘণ্টা ব্যাপী কাজ করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen