এবার দূরপাল্লার ট্রেনেও ওজন মেপে লাগেজ নিতে হবে যাত্রীদের?
মাপকাঠির বেশি ওজন নিতে হলে অতিরিক্ত মাশুল দিতে হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: এবার থেকে বিমানের মতো দূরপাল্লার ট্রেনেও ওজন মেপে লাগেজ নিতে হবে যাত্রীদের। বিমানের মতো ট্রেনে টিকিট বুকিংয়ের সময় আসন বাছাই করা যায় কি-না, সে ব্যাপারে পরিকল্পনা হয়ে গিয়েছে। লাগেজের বিষয়টিও যুক্ত করা হচ্ছে। অনেকেই আছেন, যাঁরা প্রচুর লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়েন। এতে অন্য যাত্রীদের লাগেজ রাখতে সমস্যা হয়, পাশাপাশি কামরার মধ্যে হাঁটাচলার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন সময় এই ইস্যুতে অসংখ্য অভিযোগ জমা পড়ে রেলের কাছে। অন-বোর্ড রেল কর্মীদের কাছেও অভিযোগ জানান যাত্রীরা। অবশেষে নড়েচড়ে বসছে রেল।
রেল সূত্রে খবর, এবার থেকে এসি ফার্স্ট ক্লাসে একজন যাত্রী ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারেন। এর বেশি লাগেজের ওজন হলেই বাড়তি টাকা গুনতে হবে। সর্বাধিক ১৫০ কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন প্রথম শ্রেণির যাত্রীরা। এসি টু টিয়ারে ৫০ কেজি, থার্ড এসি স্লিপার এবং চেয়ার কারে ৪০ কেজি, স্লিপার ক্লাসে ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসে ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বিনা খরচে বহন করতে পারবেন যাত্রীরা। মাপকাঠির বেশি ওজন নিতে হলে অতিরিক্ত মাশুল দিতে হবে।
উল্লেখ্য, নির্দিষ্ট ওজন মেনে ট্রেনে লাগেজ নিয়ে যাওয়ার নিয়ম ইতিমধ্যেই কার্যকর রয়েছে। স্টেশনে বিশেষ নজরদারি চালানো হয় না। অনেকেই নিয়ম মানেন না। এবার থেকে এই সংক্রান্ত কিছু নিয়ম প্রত্যেককেই মেনে চলতে হবে। রেলমন্ত্রক জানাচ্ছে, নিয়ম না-মানলে রেল আইন অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের। আইন লঙ্ঘনকারী যাত্রীদের জরিমানাও দিতে হবে।