আত্মহত্যার চেষ্টা থেকে প্লেব্যাক – জীবনের মোড় ঘোরাল গান, মহুয়ার বায়োপিকে দেবলীনা নন্দীর চমক

January 18, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২০: জীবন যে কখন কোন মোড় নেবে, তা আগাম বোঝা প্রায় অসম্ভব। একদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, অন্যদিকে মঞ্চে দাঁড়িয়ে নিরলস পারফরম্যান্স—এই দুইয়ের মাঝেই নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছেন দেবলীনা নন্দী। ঠিক এমনই এক কঠিন সময়ে এল তাঁর কেরিয়ারের এক বড় সুখবর, যা কার্যত নতুন পথে এগিয়ে দেবে তাঁর শিল্পীসত্তাকে।

দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী-র জীবনী নিয়ে ছবি তৈরির। সেই খবর বাস্তব রূপ পেতে চলেছে প্রযোজক রানা সরকার-এর হাত ধরে। ‘গুন গুন করে মহুয়া’ নামের এই ছবিতে মহুয়ার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-খ্যাত অঙ্কিতা মল্লিক। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ ঘোষ।

তবে এই ছবির সবচেয়ে বড় চমক—এখান থেকেই প্লেব্যাক দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবলীনা নন্দী। শনিবার প্রযোজকের অফিসে গিয়ে ছবি ও গান নিয়ে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন তিনি। ছবিতে শোনা যাবে মহুয়া রায়চৌধুরী অভিনীত জনপ্রিয় ছবিগুলির গান, নতুন কণ্ঠে—দেবলীনাই হবেন সেই কণ্ঠস্বর।

এই প্রসঙ্গে দেবলীনা জানান, তিনি ভীষণ খুশি হলেও কিছুটা নার্ভাস। তাঁর কথায়, এত জনপ্রিয় ও স্মরণীয় গানগুলিকে নিজের কণ্ঠে ধারণ করা বিশাল দায়িত্ব। তবে এই সুযোগ তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই। কঠিন সময় এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু ঠিক এই সময়েই এমন একটি সুযোগ পাওয়াটা তাঁকে নতুন করে শক্তি দিচ্ছে বলেই মনে করেন তিনি।

অন্যদিকে প্রযোজক রানা সরকারের বক্তব্যও তাৎপর্যপূর্ণ। মহুয়া রায়চৌধুরীর জীবনের ট্র্যাজেডি যেমন সকলের জানা, তেমনই দেবলীনাকে ঘিরে চলা লড়াইও তিনি কাছ থেকে দেখেছেন। সেই আবেগ থেকেই দেবলীনাকে এই ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বিশ্বাস, দেবলীনাদের কণ্ঠে ধরা পড়বে সেই যন্ত্রণা, লড়াই আর জীবনের গভীর অনুভব—যা দর্শকের মন ছুঁয়ে যাবে।

সব মিলিয়ে, ‘গুন গুন করে মহুয়া’ শুধুমাত্র একটি বায়োপিক নয়, বরং এটি দুই লড়াকু নারীর জীবনের অদ্ভুত মিলন। একদিকে মহুয়া রায়চৌধুরীর অপূর্ণ স্বপ্ন আর ট্র্যাজেডির গল্প, অন্যদিকে দেবলীনা নন্দীর বর্তমান জীবনের কঠিন সংগ্রাম। ঠিক এই সন্ধিক্ষণেই দেবলীনাদের কণ্ঠে ফিরছে সেই সব কালজয়ী গান—যেন অতীত আর বর্তমান এক সুতোয় বাঁধা পড়ছে। জীবনের অন্ধকার সময়েও যে নতুন ভোর আসে, এই ছবির হাত ধরে দেবলীনা নন্দীর জীবনে সেই ভোরের আলোই ধীরে ধীরে উঁকি দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen