রাজ্যের শীতের আমেজ, মমতার সম্মানিক ডিলিট প্রাপ্তি থেকে দিল্লি বিস্ফোরণের তদন্ত, কোন কোন খবরে নজর থাকবে দিনভর?

November 12, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:

শীতের আমেজ বঙ্গে, কমবে তাপমাত্রা
মাঝ নভেম্বরে বঙ্গে এখন শীতের আমেজ। আপাতত রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। মোটামুটি দিন পাঁচেক পারদ পতন চলবে।

সম্মানিক ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাম্মানিক ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের একটি বিশ্ববিদ্যালয় আজ তাঁকে এই সম্মান দেবে। ধনধান‍্য প্রেক্ষাগৃহে আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোন পথে দিল্লি বিস্ফোরণের তদন্ত?
দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কারা? তদন্তকারী সংস্থাগুলি নেমে পড়েছে ঘটনার তদন্ত করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন। বিস্ফোরণের নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। আজ বিস্ফোরণ কাণ্ডের তদন্তের দিকে নজর থাকবে।

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক
আজ, বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে। ভুটান সফর সেরে এ দিনই রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। দিল্লি বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনও পদক্ষেপ হবে?

শীর্ষ আদালতে উপাচার্য নিয়োগ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ মামলার শুনানি হবে। দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে শুনানি হওয়ার কথা। শুনানির দিকে থাকবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen