শাহবাজ ও ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে রাষ্ট্রসংঘে ভারতের জোরালো কণ্ঠস্বর পেটাল গেহলট

September 27, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: বিশ্বমঞ্চে শত্রুর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানের দাবি এড়িয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা প্রস্তাবকে উপেক্ষা করে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছেন রাষ্ট্রসংঘে ভারতের কূটনীতিক পেটাল গেহলট (Petal Gahlot)। সম্প্রতি তার ভাষণ আন্তর্জাতিক মিডিয়ায় নজর কেড়েছে।

রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮০তম অধিবেশনে (UNGA) পাকিস্তান (Pakistan) ও মার্কিন (USA) প্রস্তাবকে একেবারে নিজের যুক্তি দ্বারা মোকাবিলা করেছেন তিনি। ভারতের নীতি অনুযায়ী, ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হয়নি এবং সেই নীতি আজও অটল।

শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে ভারতের সেনাবাহিনীর কার্যক্রমের সত্যতা তুলে ধরেছেন এই কূটনীতিক। তিনি জানিয়েছেন যে, পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত ছবি জনসাধারণের জন্য প্রকাশিত। ভারতের বিজয়কে স্বীকৃতি দিতে পাকিস্তান স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপভোগ করুক-এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সমস্ত তথ্য বর্তমানে চাইলেই যে কেউ দেখে নিতে পারেন। যদি ধ্বংস হয়ে যাওয়া রানওয়ে ও পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলি জয়ের ছবি হয়, যেমনটা পাক প্রধানমন্ত্রী দাবি করছেন। তবে ওদের এই বিজয়কে আমরা স্বাগত জানাই। ওরা এই জয় উপভোগ করুক।””

পেটাল গেহলটের ব্যক্তিগত জীবনও বিশেষভাবে নজরকাড়া। তিনি নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন, মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৫ সালে তিনি আইএফএসে নির্বাচিত হন এবং এক দশক ধরে বিদেশ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্যারিস ও সান ফ্রান্সিসকোতে ভারতের দূতাবাসে এবং কনস্যুলেটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

কূটনীতিকতার পাশাপাশি গেহলট একজন সঙ্গীতপ্রেমী। গিটার বাজানো এবং গান পরিবেশনে তিনি পারদর্শী। ইতালীয় গান ‘বেলা সিয়া’ এবং এলপি গান ‘লস্ট অন ইউ’-এর তার পরিবেশনাও সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen