আগস্টের শুরুতেই বাড়ল গ্যাসের দাম

সরকারি তেল কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ দিন থেকে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৮ থেকে ৯ টাকা বাড়ানো হয়েছে।

August 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বাড়ল গ্যাসের দাম, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগস্টের শুরুতেই ধাক্কা। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পয়লা আগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ থেকে ৮.৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। মাসের ১ তারিখ থেকেই বিভিন্ন শহরে এই দাম কার্যকর হবে।

উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম প্রকাশ করে সরকারি তেল কোম্পানি। অগস্টেও তার অন্যথা হয়নি। এ দিন সকাল ৬টা নাগাদ এলপিজি সিলিন্ডারের নতুন দামের তালিকা জানিয়ে দেয় ৩টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই চার্টে অনুযায়ী, চলতি মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দর অপরিবর্তিত রয়েছে।

সরকারি তেল কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ দিন থেকে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৮ থেকে ৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার দামি হয়েছে ৬.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় ৮.৫০ টাকা বেড়েছে দাম। তবে দামি হতে পারে হোটেল-রেস্তোরাঁর খাবার। পাশাপাশি, বাড়তে পারে ফাস্ট ফুড ও রেডি টু ইটের মতো খাদ্যদ্রব্যের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen