বিশ্বজুড়ে বিভ্রাট, থমকে গেল এক্স প্ল্যাটফর্ম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩১: ফের একবার বিশ্বজুড়ে বিভ্রাটে থমকে গেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter)। মঙ্গলবার বিকাল থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় প্ল্যাটফর্মটির কাজকর্ম। মাত্র দশ মিনিটের মধ্যে এলন মাস্কের (Elon Musk) এক্স দপ্তরে সারা বিশ্ব থেকে প্রায় ১০ হাজার অভিযোগ জমা পড়ে।
মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিট থেকে ব্যবহারকারীরা নানা সমস্যার সম্মুখীন হন। মোবাইলে এক্স ব্যবহারকারীরা লগ ইন করতে পারছিলেন না, ল্যাপটপে দেখা দেয় সার্ভার সংক্রান্ত সমস্যা। অনেকেই এক্স অ্যাপের ত্রুটি বা ক্লাউডফেয়ারের (Cloudfare) সমস্যার কথা উল্লেখ করেছেন।
ক্লাউডফেয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিভ্রাটের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থা। ক্লাউডফেয়ার সার্ভারটি মূলত ওয়েবসাইট সুরক্ষিত রাখে, ট্র্যাফিকের সমস্যার সমাধান করে। তাই এর বিভ্রাটের জন্যেই খোলা যাচ্ছে না বহু ওয়েবসাই। এর জেরে ওয়েবক্লাউড সংস্থার শেয়ার মার্কেটে প্রায় ৪.১ শতাংশ পতন হয়েছে।
এমন বিভ্রাট নতুন নয়। মাস ছয়েক আগেও একই ধরনের সমস্যায় জর্জরিত হয়েছিল X। তবে এবারের সমস্যার মাত্রা বিশ্বজুড়ে হওয়ায় তা আরও গুরুতর হয়ে উঠেছে। এখনও পর্যন্ত X-র তরফে কোনও আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।