শীতে ত্বক থেকে চুলের যত্নে গ্লিসারিন অনন্য

আধুনিক রূপচর্চার ক্ষেত্রে বিশেষজ্ঞ অনেকেই বলছেন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারই ত্বকের যত্ন নেওয়ার সেরা উপায়।

December 16, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আধুনিক রূপচর্চার ক্ষেত্রে বিশেষজ্ঞ অনেকেই বলছেন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারই ত্বকের যত্ন নেওয়ার সেরা উপায়। ‘গ্লিসারিন শুধু ত্বকের জন্যই নয়, চুলের জন্যও খুবই ভালো। আর শুধু শীতই বা কেন? সারা বছরই ত্বকচর্চায় এই উপাদান ব্যবহার করা উচিত।’ তাই বলে গ্লিসারিন সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। আসলে গ্লিসারিন খুবই ঘন একটা তরল। তা সরাসরি ত্বকে লাগালে ভিতর পর্যন্ত পৌঁছতে পারে না। অতএব এই উপাদান দিয়ে ত্বকের বা চুলের যত্ন নিতে চাইলে তা কোনও মিডিয়ামের মাধ্যমে ব্যবহার করতে হবে। অর্থাৎ অন্য কোনও তরলের সঙ্গে মিশিয়ে তবেই ব্যবহার করতে হবে গ্লিসারিন। এতে বেশি উপকার।

সাধারণত আমরা জলের সঙ্গে মিশিয়েই গ্লিসারিন ব্যবহার করি। কিন্তু সাধারণ জলের বদলে গোলাপ জলে গ্লিসারিন মিশিয়ে তা যদি মুখে লাগানো যায় তাহলে বেশি উপকার পাওয়া যাবে। যাঁদের ত্বক খুবই শুষ্ক তাঁরা সারা বছর নারকেল তেলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তা গা-হাতে-পায়ে ও মুখে লাগাতে পারেন। ত্বক নরম ও উজ্জ্বল হবে। শীতে যদি ঠান্ডার জায়গায় বেড়াতে যান তাহলে ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। চামড়া একটুও ফাটবে না। উজ্জ্বল ত্বকের জন্য দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তা মুখে লাগিয়ে নিতে পারেন। ত্বকের পক্ষে এই দুই-ই খুব উপকারী। এতে ত্বকের আর্দ্রতা বেশিক্ষণ থাকবে।

গ্লিসারিন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। তাই চল্লিশোর্ধ্বদের রোজই রাতে শুতে যাওয়ার আগে নাইট ক্রিম বা নারকেল তেলের সঙ্গে এই উপাদান মিশিয়ে মুখে, হাতে, পায়ে লাগানো উচিত। এতে ত্বকের বয়স অনেকদিন পর্যন্ত ধরা থাকবে। চামড়ায় কুঞ্চন ধরবে দেরিতে। তাই বলে সারাদিনে বারবার গ্লিসারিন মুখে লাগাবেন না। দিনে দু’বার তা ব্যবহার করাই যথেষ্ট। গরমকালে একবার করলেও উপকার পাবেন। ত্বকের যত্ন নিতে আমরা টোনার ব্যবহার করি, সেই টোনারের সঙ্গেও গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন।

শ্যাম্পু করার পর ১ মগ জলে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুলের জেল্লা বাড়বে। যে কোনও বয়সেই এই টোটকা কাজে লাগবে। শুধু তাই নয়, গ্লিসারিন দিয়ে চুল ধুলে খুশকিও দূর হয়। সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহার করতে পারেন। রুক্ষ চুলের পক্ষেও গ্লিসারিন খুবই ভালো। চুল নরম হয় এর নিয়মিত ব্যবহারে। চুলে যদি কেমিক্যাল ট্রিটমেন্ট করানো হয়, তাহলেও নিয়মিত গ্লিসারিন লাগালে ক্ষতির সম্ভাবনা কমে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen