‘আন্দোলন রাজনৈতিক নয়’, আশাকর্মীদের বিক্ষোভে ‘গো ব্যাক’ স্লোগান BJP নেত্রী লকেটকে

January 21, 2026 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩০: মাসিক ভাতা বৃদ্ধি-সহ আট দফা দাবি নিয়ে বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীদের মিছিল শুরু হয়েছে। মিছিলে যোগ দিতে গিয়েই বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। আশাকর্মীরা কার্যত সাফ জানিয়ে দিলেন, তাঁদের মিছিলে কোনও রাজনৈতিক রঙ লাগতে দেবেন না।

আজ, বুধবার নিজেদের দাবিতে সল্টলেকের স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন আশাকর্মীরা। একাধিক জেলা থেকে স্বাস্থ্যভবনের দিকে মিছিল গিয়েছে। অন্যদিকে, সল্টলেকের দিকে আসা একটি মিছিলকে পুলিশ আটকাতে গেলে সেখানে পৌঁছে যান বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ লকেট চট্টোপাধ্যায়। প্রাক্তন গেরুয়া সাংসদকে দেখেই বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। আশাকর্মীদের সাফ বক্তব্য, মিছিলে তাঁরা কোনও রাজনীতির রঙ লাগতে দেবেন না। আশাকর্মীদের মিছিল ঘিরে স্বাস্থ্যভবনের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতারা। সেখানেও তাঁরা আন্দোলনকারীদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন। পদ্ম শিবিরের বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে গেরুয়া সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সকলেই আন্দোলনকারীদের থেকে ‘গো ব্যাক’ স্লোগান শুনেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen