Goa Nightclub Fire: গ্রেপ্তার জেনারেল ম্যানেজার, পলাতক মালিক

December 7, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক নাইট ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় FIR দায়ের হয়েছে। জেনারেল ম্যানেজার ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার জন্য যাঁরা যাঁরা দোষী, কাউকে রেয়াত করা হবে না।

উল্লেখ্য, শনিবার রাত ১২টা নাগাদ গোয়ার বাগা বিচের কাছে আরপোরায় জনপ্রিয় নাইট ক্লাব বির্চে আগুন লাগে। রাতে ক্লাবের দোতলায় নাচগানের আয়োজন করা হয়েছিল। ক্লাবের সদস্য, কর্মী এবং পর্যটক মিলিয়ে প্রায় ১০০ জনের মতো তখন হাজির ছিলেন। সকলেই তখন নাচগানে মত্ত। হঠাৎই বিস্ফোরণের শব্দ হয়, মুহূর্তে আগুন ধরে যায়। হুড়োহুড়ি শুরু হয়। অনেকে ক্লাবের রান্নাঘরের দিকে চলে যান।

দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোয়ার অগ্নিনির্বাপণ এবং জরুরি পরিষেবার ডিরেক্টর নিতিন ভি রাইকার ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে জানান, ক্লাবটির প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না। ক্লাবে কী ভাবে পার্টি চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে গোয়া প্রশাসন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়া ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন পর্যটক রয়েছেন। বেশির ভাগের ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের কর্মী, চার জন পর্যটক এবং স্থানীয় কয়েকজন। ১৮ জনের দেহ শনাক্ত করা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen