শনিবার রাতের পার্টি চলাকালীন গোয়ার বিখ্যাত নাইটক্লাবে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ২৩

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: গোয়ার একটি বিখ্যাত নাইটক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতের পার্টি চলাকালীন আচমকা সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। অধিকাংশই ওই নৈশক্লাবের কর্মী এবং ঘটনার সময় আটকে পড়েছিলেন রান্নাঘরে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি পর্যটকও। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ঘটনায় আহত বেশ কয়েকজন।
জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে। উইকেন্ড হওয়ায় এ দিন অন্যান্য দিনের থেকে বেশি ভিড় ছিল ওই নাইটক্লাবে। আচমকা সেখানে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ২৩ জনের।
আগুন লাগার খবর পেয়ে সাধারণ মানুষ এবং অধিকাংশ পর্যটককে ক্লাব থেকে নিরাপদে বার করে আনা হয়। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। আসেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে সিংহভাগই রান্নাঘরের কর্মী। এ ছাড়া তিনজন মহিলার দেহও শনাক্ত হয়েছে বলে খবর। দমকলের একাধিক ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেবাতে রবিবার ভোর হয়ে গিয়েছিল।