Durga Puja 2025: বিডন স্ট্রিটের ভোলানাথধামে দেবী দুর্গা পূজিতা হন কন্যা রূপে

September 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: উত্তর কলকাতা মানে সাবেকিয়ানা। বনেদি বাড়ির পুজোর স্বাদ নিতে বাঙালি ভিড় করে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার বিডন স্ট্রিটে ভোলানাথ দত্তের বাড়িতে দেবী দুর্গা আসেন বাড়ির মেয়ের মতো। সপরিবারে দেবীর পুজো হয়। শিবকে জামাই রূপে এই বাড়িতে পুজো করা হয়। দেবীর হাতে কোনও অস্ত্র থাকে না।

হেদুয়া মোড় থেকে স্কটিশ স্কুলের দিকে হাঁটলেই দত্ত বাড়িতে পৌঁছে যাওয়া যায়। বাড়িটি কিনেছিলেন ভোলানাথ দত্তের মেজো ছেলে। জনশ্রুতি রয়েছে, ভোলানাথ নাকি চাঁদ সদাগরের বংশধর ছিলেন। দত্ত বাড়ির দুর্গাপুজো শতবর্ষ অতিক্রম করে ফেলেছে, এই পুজোর সূচনা হয়েছিল ১৯০৫ সালে। ভোলানাথ ছিলেন গন্ধ দ্রব্যের ব্যবসায়ী। নিজেদের বারাণসীর বাড়িতে তিনি সর্বপ্রথম দুর্গাপূজার সূচনা করেন। ১৯১৩ সাল পর্যন্ত সেখানে মায়ের আরাধনা হত। এরপর থেকে ১৯২৫ সাল পর্যন্ত কলকাতায় দত্ত পরিবারের আদিবাড়ি গোলক দত্ত লেনে মায়ের পুজো করা হয়। ১৯২৬ সাল থেকে পাকাপাকিভাবে বিডন স্ট্রিটের বাড়িতে পুজো হয়ে আসছে।

দত্ত বাড়ির পুজোয় অন্নভোগ দেওয়ার নিয়ম নেই। এখানে দেবীকে মিষ্টি ফল এবং পাঁচ রকম ভাজা দেওয়া হ্য। অষ্টমী এবং নবমীর দিন ধুনো পোড়ানোর হয়। বাড়ির মহিলারা দেবী মায়ের সামনে দুই হাতে এবং মাথায় নতুন গামছা নিয়ে তার উপর নতুন মালসা বসান। সেই মালসাতেই ধুনো পোড়ানো হয়। এই বনেদি বাড়ির অন্যতম বৈশিষ্ট হল বেড়া অঞ্জলি। সূর্যাস্তের পর ঠাকুরদালান থেকে প্রতিমাকে বার করা হয়। তারপর বাড়ির সমস্ত মহিলারা দেবীকে বরণ করে চারিদিকে ঘুরে ঘুরে অঞ্জলি দেন। একেই বেড়া অঞ্জলি বলা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen