আলবার্তো–ম্যাকলারেনদের ঝড়ে বিধ্বস্ত গোকুলাম, ৫-১ গোলে জয় দিয়ে শিল্ড অভিজান শুরু মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৬: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই জ্বলে উঠলো মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে বিতর্কের আবহে শুরু হওয়া ম্যাচে আই লিগের শক্তিশালী প্রতিপক্ষ গোকুলাম কেরাল-কে ৫-১ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দাপটেই খেলল হেড কোচ মোলিনার ছেলেরা।
ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া ছিল মোহনবাগান। তাই এই ম্যাচে একটাই লক্ষ্য ছিল জেতা। জাতীয় দলের হয়ে ব্যস্ত লিস্টন কোলাসো, দীপক টাংরি, সাহাল আবদুল সামাদ এবং বয়সভিত্তিক দলে থাকা সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসদের ছাড়াই দল সাজিয়েছিলেন মোলিনা। কিন্তু এই ঘাটতি বোঝা গেল না মাঠে। কিয়ান, মনবীর, রবসন থেকে ম্যাকলারেন— সবার মধ্যে ছিল স্পষ্ট আক্রমণাত্মক মনোভাব।
ম্যাচের শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে লিড নেয় মোহনবাগান। গোকুলাম পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করলেও বাগানের রক্ষণভাগ ছিল শক্তপোক্ত। এর মধ্যেই জেমি ম্যাকলারেন ব্যবধান বাড়ান দ্বিতীয় গোলে। প্রথমার্ধে স্কোরলাইন ২-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে ব্যবধান কমালেও গোকুলাম কোনওভাবেই মোহনবাগানের গতিকে আটকাতে পারেনি। বরং আরও তেড়েফুঁড়ে ওঠে মেরিনার্স। আলবার্তো এবং ম্যাকলারেন— দু’জনেই করেন জোড়া গোল। রবসনের একটি গোলে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে বড় জয় পায় মোহনবাগান।
এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের জায়গা আরও শক্ত করল সবুজ-মেরুন শিবির। গুরুত্বপূর্ণ তারকাদের ছাড়াই এই পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাসী করে তুলল আগামী ম্যাচগুলির জন্য। কোচ মোলিনাও সন্তুষ্ট দলের পারফরম্যান্সে— গোছানো পাসিং, আক্রমণাত্মক কৌশল আর নিখুঁত ফিনিশিংয়ে মুগ্ধ সমর্থকরা।
দুর্দান্ত এই জয় শুধু তিন পয়েন্টই এনে দিল না, ছাপ ফেলল টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। আগামী ম্যাচে আরও আত্মবিশ্বাস নিয়ে নামতে চলেছে মোহনবাগান। মাঠে যেমন ফুটবল, গ্যালারিতেও ছিল উচ্ছ্বাস— ‘আমরাই সবুজ-মেরুন’।