আজ থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের জঙ্গলে গণ্ডার সুমারি

এবারের সুমারিতে গণ্ডারের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে বনদপ্তর।

March 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ, শুক্রবার উত্তরবঙ্গের জঙ্গলে শুরু হবে গণ্ডার সুমারি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, শনিবার পর্যন্ত চলবে এই সুমারি। জলদাপাড়া এবং গোরুমারা অভয়ারণ্যে একযোগে চলবে গণ্ডার গণনার কাজ। এর আগে গত ২০১৯ সালে ওই দুই অভয়ারণ্যে গণ্ডার সুমারি হয়েছিল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেবার জলদাপাড়ায় ২৩১টি এবং গোরুমারায় ৫২টি গণ্ডারের হদিশ মিলেছিল। ১৯২০ সালে গণ্ডার সুমারি শুরুর পর্ব থেকে সবচেয়ে বেশি সংখ্যক গণ্ডারের হদিশ মিলেছিল সেবারই। তার আগে ২০১৫ সালের সুমারিতে জলদাপাড়ায় ২০৪ এবং গোরুমারায় ৪৯টি গণ্ডারের সন্ধান পায় বনদপ্তর। তবে এবারের সুমারিতে গণ্ডারের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে বনদপ্তর। বনমন্ত্রী জানিয়েছেন, বনকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, গাইড এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য মিলিয়ে মোট ৪২৫ জন অংশ নেবেন গণ্ডার সুমারিতে। তার মধ্যে বনকর্মীর সংখ্যা ২৮২।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen