মালদহে লাইনচ্যুত মালগাড়ির পাঁচ বগি
August 9, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে মালদহের কুমেদপুর জংশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। মালগাড়িটি নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার যাচ্ছিল। আপাতত মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। বগিগুলি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে।