প্রতিকূলতা উপেক্ষা করে তিস্তার চরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন

বাহের চরের বাসিন্দারা যেন বিচ্ছিন্ন দ্বীপে বাস করেন।

January 28, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাহের চরের বাসিন্দারা যেন বিচ্ছিন্ন দ্বীপে বাস করেন। না আছে রাস্তা, না আছে যানবাহন। প্রতিকূলতা উপেক্ষা করে এই প্রথম সেখানে পৌঁছল দুয়ারে সরকার। জলপাইগুড়ি সদর ব্লকের প্রত্যন্ত এলাকা কচুয়া বোয়ালমারির ৬ নম্বর স্পার থেকে প্রথমে নৌকায় প্রায় দু’কিমি। তিস্তার বালির চরের উপর দিয়ে আরও সাত কিলোমিটার ট্রাক্টরে। বিডিও মিহির কর্মকার, রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সোমবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে তিস্তার চরায় পৌঁছন।

প্রায় দেড় হাজার মানুষ বাস করে বাহের চরে। গ্রামে বিদ্যুৎ নেই। বাড়িতে বাড়িতে জ্বলে ওঠে সৌরবাতি। ব্লক প্রশাসনের তরফে দুয়ারে সরকার শিবিরে জেনারেটরের ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়েছিল চরে। জেনারেটরের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ এবং প্রিন্টার চালানো হয়। সরকারি সহায়তা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড় জমান বাহিরের চরের বাসিন্দারা। প্রায় আড়াইশো বাসিন্দার আবেদন জমা পড়েছে শিবিরে।

এই প্রথম বাহের চরে দুয়ারে সরকারের ক্যাম্প বসল। প্রতিটি প্রকল্পে আবেদন জমা পড়েছে। বাসিন্দাদের জমির খতিয়ান না থাকা সহ বেশকিছু সমস্যা রয়েছে। সেগুলি নিয়ে এদিন আলোচনা হয়েছে। দীর্ঘ নদীপথ ও চর পেরিয়ে প্রশাসন তাদের দুয়ারে আসায় উচ্ছ্বসিত বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen