সরকারের নতুন ট্রেন্ড বিচারপতিদের অপমান করা, মোদী সরকারকে কটাক্ষ প্রধান বিচারপতির

আদালত সূত্রে খবর, সিজেআই-এর নেতৃত্বাধীন বেঞ্চে স্পেশ্যাল লিভ পিটিশন সংক্রান্ত দুটি মামলার শুনানি চলছিল। একজন সমাজকর্মী তার মধ্যে একটি মামলা করেছিলেন।

April 9, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌঃ আনন্দবাজার

কোনও রায় পছন্দ না হলেই সরকার বিচারকদের অপমান করা শুরু করেছে! এই প্রবণতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুক্রবার এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা।

আদালত সূত্রে খবর, সিজেআই-এর নেতৃত্বাধীন বেঞ্চে স্পেশ্যাল লিভ পিটিশন সংক্রান্ত দুটি মামলার শুনানি চলছিল। একজন সমাজকর্মী তার মধ্যে একটি মামলা করেছিলেন। সেই দুটি মামলা চলাকালীনই এই মন্তব্য করতে শোনা যায় প্রধান বিচাপতিকে। সংবাদ সূত্রে তাঁকে উদ্ধৃত করে লেখা হয়, ‘আপনি যতই লড়াই করুন না কেন, সেটা ঠিক আছে। কিন্তু, আদালতকে অপমান করার চেষ্টা করবেন না। আমি এই আদালতেও লক্ষ করেছি, এটা একটা নতুন প্রবণতা। সরকার বিচারকদের অপমান করা শুরু করেছে! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

আদালত সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট যে দুটি মামলার কথা এখানে উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে একটি মামলা করা হয়েছিল ছত্তীসগড় সরকারের তরফে। দুটি ক্ষেত্রেই হাইকোর্টের রায়ের বিরোধিতায় আবেদন করা হয়েছিল। সূত্রের খবর, একজন প্রাক্তন আইএএস আধিকারিকের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি তৈরি করার অভিযোগ ওঠে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগও দায়ের করা হয়। কিন্তু, হাইকোর্ট সেই এফআইআর করার নির্দেশ দেয়। অন্য মামলাটি করেছিলেন সমাজকর্মী উচিত শর্মা। তাঁর হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সিদ্ধার্থ দাভে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen