বিজেপির সুরে সুর মিলিয়ে কলকাতা-হাওড়ার পুরভোট ভেস্তে দিলেন ধনখড়
আজ ঘোষিত হচ্ছে না কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ। কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সব পুরসভার ভোট একসঙ্গে চান রাজ্যপাল জগদীপ ধনকড়।
Authored By:

পুরভোট নিয়ে কাটল না জট। মঙ্গলবার রাজভবন-কমিশন বৈঠকের পর পটভূমিকায় বদল। আজ ঘোষিত হচ্ছে না কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ। কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সব পুরসভার ভোট একসঙ্গে চান রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিন প্রায় এক ঘণ্টা রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপরই জানা যায়, এদিন দুই জেলার পুরভোটের দিন ঘোষণা হচ্ছে না আজ। বুধবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) টুইট করেন, “রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনারেরই সমতূল্য। তাই তাদেরও নিরপেক্ষ ও স্বাধীন হওয়া উচিত।”