উপনির্বাচনেও তৃণমূলের হয়ে প্রচারে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন

লোকসভা ভোটে কোচবিহারে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর ছিল।

October 24, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রকাশ্যে প্রচারে নেমেছিলেন বংশীবদন বর্মন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনও প্রচারে নেমেছিল। বংশীবদন নিজের গ্রাম দিনহাটার জরাবাড়ি থেকে কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে প্রচার শুরু করেছিলেন। তাঁর নির্দেশেই জিসিপিএ-র কর্মী-সমর্থকরা রাজ্যের শাসকদলের হয়ে প্রচারে করছিলেন। সিতাই বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের হয়ে প্রচারে নামার কথা ঘোষণা করল বংশীবদনের নেতৃত্বাধীন জিসিপিএ। সংগঠনের কর্মীদের তৃণমূল প্রার্থীকেই ভোট দেওয়ার বার্তা দিয়েছেন বংশীবদন। বংশীবদন বর্মন বুধবার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার মানুষের জন্য বহু কাজ করেছেন। অধিকার আদায়ের জন্য যে আন্দোলন তাঁরা করছেন, সেই অধিকার আদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে ভোট দিতে সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশ কর্মীদের দিয়েছেন তিনি।

লোকসভা ভোটে কোচবিহারে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর ছিল। তৃণমূলের হয়ে বংশীবদনের প্রচার বিরোধীদের ব্যাকফুটে ফেলে দিয়েছিল। উপনির্বাচনেও তৃণমূলের প্রার্থীর পাশে থাকার কথা গ্রেটার নেতা বংশীবদন ঘোষণা করতেই বিরোধী প্রার্থীরা অনেকটাই ব্যাকফুটে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে বংশীবদন তাঁর অবস্থানের কথা স্পষ্ট করাতে ব্যাকফুটে চলে গিয়েছিল বিরোধী শিবির। মূলত বিজেপি। উত্তরবঙ্গে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। উপনির্বাচনের আগে ফের তৃণমূলের পাশে থেকে সংগঠনের কর্মীদের শাসকদলের প্রার্থীকে ভোট দেওয়ার বার্তা বিরোধীদের চাপে ফেলল তা বলা বাহুল্য। কোচবিহারের সাংসদ তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আশাবাদী, তৃণমূল রেকর্ড পরিমাণ ভোটে জয়ী হবে। তিনি বলেন, গ্রেটার তাঁদের সমর্থন জানানোয় ভোটের মার্জিন আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen