ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড়, জয়নগর ও বুধাখালির জোড়া সমবায় সমিতি জয় তৃণমূলের

রবিবার কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষ্মীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল।

April 28, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড় সংগঠন সাজাচ্ছে তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সবুজ ঝড়! জোড়া সমবায় সংস্থায় ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। জয়নগরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কোনও লড়াই হয়নি। ওই সমবায়ের ২৯টি আসনেই একজন করে মনোনয়ন পেশ করেছিলেন। রবিবার ২৯ জনের হাতে জয়ের সংশাপত্র তুলে দেওয়া হয়। কোনও দলীয় প্রতীক না-থাকলেও ২৯ জনের মধ্যে ১৭ জনই তৃণমূল সমর্থিত। পুরপ্রধান সুকুমার হালদারও আছেন জয়ীদের তালিকায়। বাকি ১২ জন কংগ্রেস সমর্থিত প্রার্থী। এই সমবায় এতদিন কংগ্রেসের দখলে ছিল। এবার সমঝোতার ভিত্তিতে বোর্ড গড়তে চলেছে দুই দল।

রবিবার কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষ্মীপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট ১১টি আসনের সমবায় সমিতিতে সাতটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল আগেই। বাকি চারটি আসনে ভোট হয়। তাতেও তৃণমূল জয়লাভ করে। এই সমবায় সমিতি তৃণমূলের দখলেই ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen