সমবায় ভোটে সবুজ ঝড়, হুগলির পাণ্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় সমিতির দখল নিল তৃণমূল

October 13, 2025 | < 1 min read
Published by: Ritam

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৯: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। এই আবহে হুগলির পাণ্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় সমিতিতে জয় পেল তৃণমূল প্রার্থীরা। রবিবার ছিল পাণ্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে কার্যত সবুজ ঝড় দেখা গেল।

৭৫টি আসনের এই সমবায় সমিতির ৬ টি আসনে ভোট হয়নি। বাকি ৬৯টি আসনের মধ্যে ৬ টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই জয়ী হয়েছে। অন্য ৬৩ টি আসনের মধ্যে ৩৯ টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। তৃণমূল মোট ৪৫টিতে জয়ী হল। বাম সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন ১১টি আসনে। বিজেপি জিতেছে ১২টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।

রবিবার সকাল ১০টা থেকে পুলিশি নিরাপত্তায় তালবোনা রাধারানী উচ্চ বিদ্যালয়ে এবং রামনগর প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়। প্রায় ৩ হাজার সমবায় সদস্য এদিন ভোট দেন। বিকেল পাঁচটার পরে গণনা শেষে দেখা যায় তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছে। এরপরই সবুজ আবির উড়িয়ে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen