মুর্শিদাবাদে সমবায় নির্বাচনে সবুজ ঝড়, বিপুল জয় তৃণমূলের, ধরাশায়ী বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৪: মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভার অন্তর্গত বেলডাঙা-১ ব্লকের কাজিসাহা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বজায় রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বিরোধীদের অনেকটা পিছনে ফেলে বিশাল ব্যবধানে জয়লাভ করল ঘাসফুল শিবির।
রবিবার এই সমবায় নির্বাচনকে (Cooperative elections) কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আগ্রহ ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর দেখা যায়, সমিতির মোট ৪৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই ৪১টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, বাম ও কংগ্রেসের জোট মাত্র ৮টি আসনে জয়ী হতে পেরেছে। কার্যত এই ফলাফলে বিরোধী শিবিরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে শাসকদল।
এই বিশাল জয়ের পরই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মিষ্টি বিতরণের মাধ্যমে তারা এই জয় উদযাপন করেন। দলের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন, আর তার প্রতিফলনই ঘটেছে এই সমবায় নির্বাচনের ফলাফলে। পাশেই সাসপেন্ডেড বিধায়ক হুমায়ূন কবিরের বাবরি মসজিদের ‘উচ্ছাসের’ কোনও প্রভাবই পড়েনি স্থানীয় রাজনীতিতে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, “ধর্মীয় ভাবাবেগ আলাদা, মানুষ তৃণমূলের পক্ষে ছিল, তৃণমূলের পক্ষে আছে।” মানুষের রায় ফের প্রমাণ করে দিল যে রেজিনগরের মাটিতে বিরোধীদের কোনও স্থান নেই।
অন্যদিকে, বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ফল মেনে নিলেও, তারা আগামী দিনে সংগঠন মজবুত করার বার্তা দিয়েছেন। তবে বেলডাঙা-১ ব্লকের গুরুত্বপূর্ণ এই কৃষি উন্নয়ন সমিতির দখল নিজেদের হাতে রাখতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। এই জয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।