নন্দীগ্রামে মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে মহিলা সংঘ সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয় পেল তৃণমূল। আজ, রবিবার মহিষাদলের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার নাটশাল-১ রূপনারায়ণ বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের ভোটে কার্যত সবুজ ঝড় বইল। সমবায়ের মোট আসন ১১টি। যার মধ্যে ৯টি তৃণমূল, ১টি বিজেপি এবং ১টি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছে।

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। একটিতে নির্দল প্রার্থী জয়লাভ করে ছিলেন। আজ, রবিবার ৬ টি আসনে ভোট হয়। ১২২ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার ভোটদান করেন। বিকেলে ভোটগণনা হয়। ৬ টি আসনের মধ্যে ৫টিতেই তৃণমূল জয়ী হয়েছে। একটি আসন পেয়েছে বিজেপি।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই জয় তৃণমূল কংগ্রেস সরকারের নেতৃত্বে উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের কথা ভাবেন, তা মাথায় রেখে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছেন। অন্যদিকে, শুভেন্দু গড়ে বিজেপির এই হাল গেরুয়া শিবিরের চিন্তা বাড়াবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen