চা বাগানেও সবুজ ঝড়, মাদারিহাট উপনির্বাচনের ফলাফলে উত্তরবঙ্গের গড় রক্ষা নিয়ে শঙ্কিত BJP?

উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে।

November 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
উপনির্বাচনে মাদারিহাট আসনটি হাতছাড়া হল বিজেপির, গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। প্রথমবারের জন্য মাদারিহাটে ঘাসফুল ফুটেছে। এতকাল বিজেপির গড় বলে পরিচিত চা বাগানেও সবুজ ঝড় বয়ে গিয়েছে, তাতে কার্যত ভয়ে কাঁটা বিজেপি। মাদারিহাট বিধানসভা এলাকায় ২৪টি চা বাগানের একশো বুথ রয়েছে। তার সিংহভাগেই জয়ী হয়েছে তৃণমূল।

উপনির্বাচনে চা বাগানের একশো বুথের মধ্যে, ৮১টি-তে জিতেছে তৃণমূল। মাত্র ১৯টি বুথে জয়ী হয়েছে গেরুয়া শিবির। চা বাগান অধ্যুষিত বুথে তৃণমূল মোট ভোট পেয়েছে ৩৫,৩৩৮ অন্যদিকে বিজেপি পেয়েছে ২০,৬০৫টি ভোট। সব মিলিয়ে চা বাগানের একশো বুথে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪,৭৩৩ ভোটে। উল্লেখ্য, চলতি বছরের লোকসভা ভোটে এই একশো বুথের মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ৪৫টি, বিজেপি জিতেছিল ৫৫টি বুথে।

এ পরিসংখ্যান বলে দিচ্ছে, পাহাড়ের মানুষও মুখ ফেরাতে আরম্ভ করেছে বিজেপির দিক থেকে। উত্তরবঙ্গকে বিজেপি বারবার নিজের গড় বলে পরিচিত দিয়ে এসেছে। শেষ কয়েকটি নির্বাচনে উত্তরের মাটিতে বিজেপি ছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবার কি জমি আলগা হচ্ছে? সেক্ষেত্রে এই পরিসংখ্যান আগামী বিধানসভা নির্বাচনের আগে অশনি সংকতে বিজেপির জন্য!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen