আজ থেকে কার্যকর হল GST 2.0, কোন কোন জিনিসের দাম কমছে এবং বাড়ছে?

September 22, 2025 | 3 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৩০: আজ সোমবার থেকে গোটা দেশে জিএসটি কমেছে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘নবরাত্রির প্রথম দিনেই আত্মনির্ভর ভারতের পথে দেশ এক বড় পদক্ষেপ করতে চলেছে। সোমবার ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে জিএসটি ২.০। শুরু হবে জিএসটি বাঁচাও উৎসব।’ জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জিএসটি-র কৃতিত্ব আসলে রাজ্যের। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কৃতিত্ব বা অবদান নেই।’ তবে রাজনৈতিক তরজার আবহেই অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, পুজোর আগে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে? অনেকেরই প্রশ্ন এলপিজি গ্যাসের সিলিন্ডারের ওপরও কত হারে জিএসটি হার কার্যকর হবে? উল্লেখ্য, ঘরোয়া এলপিজি গ্যাসের ওপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হত এদিকে বাণিজ্যিক সিলিন্ডারের ওপর জারি থাকে ১৮ শতাংশ জিএসটি। তবে আজ থেকে একাধিক পণ্যে জিএসটি কমলেও রান্নার গ্যাসের সিলিন্ডারের ওপর জিএসটিতে কোনও পরিবর্তন আসছে না।

দাম কমছে কোন কোন জিনিসের

• একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে ৫ শতাংশ জিএসটি-র আওতায় নিয়ে আসা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকেই যাতে দাম কমে, তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মেসিতে আলাদা করে মূল্য সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।

• টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের দাম কমছে। ২৮ শতাংশ থেকে এগুলির উপর জিএসটি কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে।

• ছোট গাড়ি (১২০০ সিসি-র নীচে পেট্রল, ১৫০০ সিসি পর্যন্ত ডিজ়েল এবং এলপিজি বা সিএনজি), ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে। বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ।

• দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর ৫ শতাংশ জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যে আর কোনও কর দিতে হবে না।

• কনডেন্‌সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্‌স, স্প্যাগেটি, চি়জ় এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫ শতাংশ।

• বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ। ফলের দাম কমছে।

• জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশ হয়েছে।

• দাম কমছে মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্‌স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের। এগুলির উপর ১৮ শতাংশ জিএসটি ছিল। তা ৫ শতাংশে নেমে এসেছে।

• পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র,, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জিএসটি প্রত্যাহার করা হয়েছে। এগুলির উপর আর কোনও কর প্রযোজ্য হবে না।

• জুতো এবং জামাকাপড়ের উপর ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কমছে।

• টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দাম কমছে। এগুলির উপর এখন জিএসটি ৫ শতাংশ।

• স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেল্‌থ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে ৫ শতাংশ জিএসটি।

• দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্র্যাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের।

• এ ছাড়া, জীবনবিমা ও যে কোনও ধরনের স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে সরকার।

• বিড়ির দামও কমছে। বিড়ির পাতার উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ৫ শতাংশ। বিড়ির উপর ২৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ।

দাম বাড়ছে কোন কোন জিনিসের

• পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। ২৮ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে ৪০ শতাংশ।

• বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।

• সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে।

• কয়লার দাম বাড়ছে। পাঁচ থেকে ১৮ শতাংশ হচ্ছে কয়লার উপর জিএসটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen