GST: মমতার চাপে বীমায় জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হল মোদী সরকার

বর্তমানে, আপনি যখনই জীবন বা স্বাস্থ্য বীমা পলিসি কেনেন বা পুরনোটি রিনিউ (renew) করেন, আপনাকে প্রিমিয়ামের উপর ১৮% জিএসটি দিতে হয়।

August 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৯: মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের চাপে কেন্দ্রীয় সরকারের নেওয়া একটি নতুন সিদ্ধান্ত লক্ষ-লক্ষ ভারতীয়ের জন্য জীবন এবং স্বাস্থ্য বীমাকে (insurance) আরও সাশ্রয়ী করে তুলতে পারে। খবর পাওয়া যাচ্ছে যে জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামকে জিএসটি (GST) থেকে সম্পূর্ণ রেহাই দিতে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই সিদ্ধান্ত নেওয়া হলে বীমার খরচ যেমন কমবে, তেমনি দেশে বীমার বিস্তারও বাড়বে।

বর্তমানে, আপনি যখনই জীবন বা স্বাস্থ্য বীমা পলিসি কেনেন বা পুরনোটি রিনিউ (renew) করেন, আপনাকে প্রিমিয়ামের উপর ১৮% জিএসটি দিতে হয়। উদাহরণ স্বরূপ, যদি আপনার বার্ষিক প্রিমিয়াম ২০,০০০ টাকা হয়, তাহলে শুধুমাত্র ট্যাক্সই যোগ হয় ৩,৬০০ টাকা, যা মোট ২৩,৬০০ টাকায় পৌঁছায়। এই নিয়মটি ব্যক্তিগত পলিসি ফ্যমিলি ইন্স্যুরেন্স, উভয়ের জন্যই প্রযোজ্য, যার ফলে জিএসটি সামগ্রিক বীমা ব্যয়ের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী জোট দীর্ঘদিন ধরে বীমার প্রিমিয়াম থেকে জিএসটি সরানোর দাবি করে আসছিলেন। বিরোধীদের এই চাপ এবং জোরালো দাবির ফলে মোদী সরকার এই প্রস্তাব নিয়ে বিবেচনা করতে বাধ্য হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen