পর্যটকদের সুবিধার্থে জিটিএ কর্তৃপক্ষ চালু করেছে হেল্প লাইন নম্বর

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে চৌরাস্তায় ট্যুরিস্ট ইনফর্মেশন সেন্টার চালু করবে জিটিএ। চালু হওয়ার দু’দিনের মধ্যেই জিটিএ’র হেল্প লাইনে একাধিক ফোন করেছেন পর্যটকরা।

September 13, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর খানেক আগে পর্যটকদের জন্য অ্যাপ চালু করে জিটিএ। তাতে পাহাড়ের বিভিন্ন হোটেল ও হোমস্টে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এবার জিটিএ কর্তৃপক্ষ হেল্প লাইন নম্বর চালু করেছে। সেই নম্বর ৬২৯৬৮৭০০৫০। জিটিএ’র পর্যটন বিভাগের আহ্বায়ক দাওয়া শেরপা বলেন, পর্যটকদের সহায়তা করতেই ওই নম্বর চালু করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে চৌরাস্তায় ট্যুরিস্ট ইনফর্মেশন সেন্টার চালু করবে জিটিএ। চালু হওয়ার দু’দিনের মধ্যেই জিটিএ’র হেল্প লাইনে একাধিক ফোন করেছেন পর্যটকরা।

জিটিএ’র পর্যটন বিভাগের আহ্বায়ক বলেন, ওই সেন্টার থেকে পর্যটকরা পাহাড় ভ্রমণের বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। দর্শনীয়স্থান, পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার রাস্তা, হোটেল, লজ, হোমস্টে, ট্যুরিস্ট ট্যাক্সি প্রভৃতি সংক্রান্ত তথ্য সহজেই পাবেন। গাইডের ব্যবস্থাও করা হচ্ছে। এজন্য প্রশিক্ষণ দিয়ে বেশকিছু গাইড তৈরি করা হয়েছে। এতে গাইডদের কর্মসংস্থান হবে। তবে অনলাইনে হোটেল বুকিং করার ব্যাপারে পর্যটকদের সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়ায় গজিয়ে ওঠা ট্রাভেল এজেন্সির উপর ভরসা করলে চলবে না। সামান্য অর্থ বেশি লাগলেও নথিভুক্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই হোটেলের রুম বুকিং করা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen