ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মিরাফ্লোরেস প্যালেসের কাছে গুলি, ড্রোনের আনাগোনা! হচ্ছেটা কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৮: ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রাসাদের কাছেই চলল গুলি। উড়ে এল একের পর এক ড্রোন। এহেন গোলাগুলির নেপথ্যে কি ট্রাম্প বাহিনী? উঠছে প্রশ্ন। প্রেসিডেন্টের মাদুরো আমেরিকার হাতে বন্দি হতেই, সোমবার সে দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন। এর পরই প্রেসিডেন্টের প্রাসাদের কাছে চলল গুলি।
একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার রাত থেকেই আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার প্রাক্তন মাদুরোর বাসভবনের কাছে গুলি চলার খবর পাওয়া গিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ছোট আলোর বিন্দুর মতো ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসছে। আমেরিকার দাবি, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ভেনেজুয়েলা প্রশাসন, এই খবরের সত্যতা স্বীকার করেনি। বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দাবি করা হচ্ছে, নিরাপত্তারক্ষীদের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। তার জেরেই এহেন ঘটনা।
উল্লেখ্য, শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ করেছে মার্কিন বাহিনী। আমেরিকার হাতে বন্দি মাদুরোর বিচার পর্ব শুরু হয়েছে নিউ ইয়র্কের আদালতে। ট্রাম্পের দাবি, আমেরিকা এখন ভেনেজুয়েলায় সংস্কারের কাজ করবেন। তার পরই সেখানে ভোট হবে।