কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন গুরুরাজা

গুরুরাজা মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন।

July 30, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সঙ্কেতের পর ভারতকে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় পদক এনে দিলেন গুরুরাজা পূজারি। ভারোত্তোলনে দ্বিতীয় পদক পেল ভারত। ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন গুরুরাজা।

গুরুরাজা মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন তিনি। দুই বিভাগ মিলিয়ে ২৬৯ কেজি ওজন তোলেন তিনি।

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে এই নিয়ে ভারতের একটি রুপো এবং একটি ব্রোঞ্জ হয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen