SIR-র ফর্ম সংগ্রহ করতে করতে হৃদরোগ আক্রান্ত হাবড়ার BLO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৫: রাজ্য জুড়ে SIR-র কাজ চলছে। BLO-দের অভিযোগ, তাঁদের উপর চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, আবার কয়েকজন কাজের চাপে আত্মহত্যাও করেছেন। এবার ফর্ম সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক BLO। ঘটনাটি ঘটেছে হাবড়া-১ ব্লকের মছলন্দপুর এলাকায়।
জানা গিয়েছে, ওই BLO-র নাম সুমন কুমার দাস। মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের ২০৩ নম্বর বুথের দায়িত্বে আছেন তিনি। আঁধারমানিক এপিসি কলোনি স্কুলের শিক্ষক তিনি। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ফর্ম সংগ্রহ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রাই উদ্ধার করে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের মতে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই BLO।
ফর্ম বিলি ও সংগ্রহের পর বিএলওদের তথ্য আপলোড করতে হচ্ছে কমিশনের ওয়েবসাইটে। তথ্য আপলোড করতে গিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। পরিবারের দাবি, সুমন দাসও কাজ নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন বলে। সুমনের ভাই অয়ন দাস বলেন, তাঁর দাদা কাজ করতে মানসিক অবসাদে ভুগছিলেন। বারে বারে বলছিলেন কীভাবে কাজ শেষ হবে বুঝতে পারছেন না।
খবর পেয়েই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। তিনি বলেন, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে সারা রাজ্য জুড়েই মৃত্যুমিছিল অব্যাহত। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন BLO-রা।