ট্রাম্পের ২০ দফা প্রস্তাব মেনে এবার গাজায় শান্তি ফিরবে?

October 4, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন, সময়সীমা শেষ হওয়ার আগেই তাতে রাজি হয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রস্তাবে ইজরায়েলও সম্মত।

২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে হামলা করেছিল হামাস। এরপরই প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধে নামে তেল আভিভ। হামাসের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রাণ গিয়েছে শিশু-নারী-সহ হাজার হাজার সাধারণ মানুষের। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে জীবিতদেরও প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে ধ্বংসস্তূপ হয়ে ওঠা গাজায়। এবার কি থামবে সেই সংঘাত? গোটা বিশ্বের নজর এখন সেদিকেই।

শুক্রবার হামাস ট্রাম্পের প্রস্তাব মেনে যে বিবৃতি জারি করেছে, তাতে কয়েকটি শর্তের কথাও বলা হয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রাম্পের প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছে। কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গিয়েছে ধোঁয়াশা। হামাস জানিয়েছে, বিস্তারিত কথাবার্তার জন্য তারা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।

এদিকে, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী এ বিষয়ে লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দিদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। নয়াদিল্লির দীর্ঘদিনের অবস্থান ফের একবার স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন, দীর্ঘমেয়াদি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবরকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। আরব দুনিয়ায় স্থিতিশীলতা এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর একটি পোস্ট শেয়ার করেছিলেন। মোদীর গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানানোর বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টে কোনও বাড়তি মন্তব্যও যোগ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এটিকে কূটনৈতিক পদক্ষেপের চোখেই দেখছে দুনিয়া। দুই দেশের মধ্যে জটিল অথচ অন্যরকম একটি সম্পর্কের সমীকরণ মিলছে এই ঘটনাপ্রবাহ থেকে। কেবলমাত্র নরেন্দ্র মোদীই নন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। হামাসের বিবৃতি আসার পর ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ২০ দফা পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফেরানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen