Women’s ODI World Cup 2025: বিশ্বকাপে হারের হ্যাটট্রিক হরমনপ্রীতদের, ইংল্যান্ডের কাছে ৪ রানে পরাজিত হয়ে চাপে ওমেন্স ইন ব্লু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৫: বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করে সেমির লড়াইয়ে সমস্যায় পড়লেন হরমনপ্রীত কৌররা। ইনদওরে ইংল্যান্ডের কাছে ৪ রানে হেরে গেল ভারত। মহিলাদের চলতি ওডিআই বিশ্বকাপের আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর জানিয়েছিলেন, এবার ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ তাঁরা যে কোনও মূল্যে জিততে চান। বিশ্বকাপের শুরুটা ব্লু টাইগ্রেসেস করেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে। দুই ম্যাচে ভারত জিতলেও টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন।
তৃতীয় ম্যাচে এসেই ভারত হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। সেই ম্যাচেও ব্যর্থ হয় টপ অর্ডার। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটিতে প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা দারুণ শুরু করে দিলে ৩০০ রানের সীমা অতিক্রম করে ভারত। যদিও সেই রান ডিফেন্ড করতে না পেরে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।
রবিবার হরমনপ্রীত ব্রিগেড তাদের পঞ্চম ম্যাচে নামে ইংল্যান্ডের বিপক্ষে। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায় ন্যাট স্চিভার ব্রান্ট। ওপেনিং জুটিতেই ওঠে ৭৩ রান। এরপর দ্বিতীয় উইকেটের জুটিকে ব্রান্ট ও নাইট তোলেন ১১৫ রান। ব্রান্টকে (৩৮) ফেরান শ্রী চারাণি। ১০৯ রানে রান আউট হন নাইট। ভারতের হয়ে দীপ্তি শর্মা নিয়েছেন চার উইকেট আর চারাণি নিয়েছেন দুটি। জিততে গেলে ভারতের প্রয়োজন ২৮৯ রান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। আবার ব্যর্থ হয় ওপেনিং জুটি। প্রথম ওভারেই প্রতিকা রাওয়ালের ক্যাচ ফেলেছিলেন চার্লি ডিন। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি প্রতিকা। তৃতীয় ওভারেই লরেন বেলের বলে অ্যামি জোন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। স্মৃতির সঙ্গে জুটি বেধে হরলীন দেওল প্রাথমিক ধাক্কা সামলে দেন। কিন্তু তিনিও বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি। ডিনের অসাধারণ একটি ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি।
স্মৃতির সঙ্গে যোগ দেন হরমনপ্রীত। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার বুঝে গিয়েছিলেন, এই অবস্থায় আর একটি উইকেট পড়লেই ম্যাচ থেকে হারিয়ে যাবে ভারত। কারণ এমনিতেই একজন ব্যাটার কম নিয়ে খেলতে নেমেছিল ভারত। স্মৃতি এবং হরমনপ্রীতের জোড়া লক্ষ্য ছিল—ক্রিজ়ে টিকে থাকা এবং রানের গতি বজায় রাখা। দু’টি কাজেই সফল হন তাঁরা। চেষ্টা করছিলেন প্রতিটি ওভারে অন্তত একটি চার মারার। সফলও হয়েছেন।
দুই ব্যাটারকে কিছুতেই আউট করতে পারছিল না ইংল্যান্ড। পেস বা স্পিন, কোনও ধরনের বোলিংয়েই সফল হয়নি তারা। স্মৃতি এবং হরমন পর পর অর্ধশতরান করেন। ১২৫ রানের জুটি ভাঙে ৩১তম ওভারে এসে। শিভার-ব্রান্টের বলে কাট করেছিলেন হরমনপ্রীত। সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন এমা ল্যাম্ব। ৭০ রানে ফিরে যান হরমনপ্রীত।
কথায় আছে, ম্যাচ শেষ করে আসতে না পারলে শতরান, অর্ধশতরান, পাঁচ উইকেট— কিছুই কাজে আসে না। এদিন ঠিক সেটাই হল স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মাদের ক্ষেত্রে। প্রথম দু’জন লড়াই করে অর্ধশতরান করলেন। পরের জন অর্ধশতরানের পাশাপাশি চারটি উইকেটও নিয়েছেন। কোনও কিছুই শেষ পর্যন্ত কাজে লাগল না। ইনদওরে ইংল্যান্ডের কাছে শেষ পর্যন্ত ৪ রানে হেরে গেল ভারত। হারের হ্যাটট্রিকে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও ধাক্কা খেল।