আবার করোনার ছোবল, আক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর
একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছে যে গত এক সপ্তাহে তাঁর সহকর্মী, অ্যাসোসিয়েট সহ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সবাই যেন এখনই কোয়ারেন্টাইনে চলে যান ৷

করোনার থাবায় এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ কোভিড ১৯ সংক্রমণে আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷ ট্যুইট করে তিনি নিজেই এই খবর জানিয়েছেন ৷ একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছে যে গত এক সপ্তাহে তাঁর সহকর্মী, অ্যাসোসিয়েট সহ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সবাই যেন এখনই কোয়ারেন্টাইনে চলে যান ৷
জানা গিয়েছে, সোমবার সকালেই পঞ্চকুলা কোভিড ল্যাবে টেস্টের জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নমুনা পাঠানো হয় ৷ বিকেল নাগাদ সেই রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড পজিটিভ ৷ রিপোর্ট জানার পরই আইসোলেশনে চলে গিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে ট্যুইট করে সংস্পর্শে আসা সবাইকে কোভিড টেস্ট করানোর সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে যাওয়ার আবেদন করেছেন ৷ অন্যদিকে, হরিয়ানার স্বাস্থ্যবিভাগ গত এক সপ্তাহে কারা মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন সেই তালিকা তৈরি করছে ৷
এদিনই হরিয়ানার বিধানসভা স্পিকার চন্দ্র গুপ্তেরও করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর মেলে ৷ সন্ধে গড়াতেই রাজ্য প্রশাসনের প্রধান মনোহর লাল খট্টরের শরীরেও সংক্রমণের খবর আসে ৷ হরিয়ানায় এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৩৮৬ ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৪,৮২২ জন৷