এক্তিয়ারই নেই, রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ফাঁসির সাজা ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া হাসিনার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (International Criminal Tribunal) রায় ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ফাঁসির সাজা (Death sentence) ঘোষণা করার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি পুরো প্রক্রিয়াটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন।
হাসিনা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক জনমত ছাড়াই ক্ষমতায় এসেছে এবং তাদের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালের কোনও সাংবিধানিক বা আইনগত অধিকার নেই। তাঁর কথায়, এটি একটি “কারচুপির আদালত”, যার রায় জনগণ মানে না।
মৃত্যুদণ্ডের সিদ্ধান্তকে সরাসরি আক্রমণ করে হাসিনা বলেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারের “খুনি মানসিকতার” প্রমাণ এই রায়। তাঁর দাবি, এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে তাঁকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে ঘোষিত রায়গুলো এসেছে একটি সাজানো ট্রাইব্যুনাল থেকে, যা প্রতিষ্ঠা করেছে একটি অনির্বাচিত সরকার যার কোনও গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। এই রায়গুলো পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মৃত্যুদণ্ডের জন্য তাদের অশোভন আহ্বান প্রকাশ করে চরমপন্থী ব্যক্তিদের হত্যাপ্রবণ অভিপ্রায়, যারা বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে এবং আওয়ামী লীগকে (Awami League) একটি রাজনৈতিক শক্তি হিসেবে নিশ্চিহ্ন করতে চায়।”
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আরও নির্দেশ দিয়েছে যে, বাংলাদেশে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নামে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ শহিদ পরিবার ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশজোড়া বন্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ।