পাক বধের হ্যাটট্রিক! সূর্যের Team India-র কপালে এশিয়া জয়ের ‘তিলক’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০০:০১: আবারও এশিয়া সেরা ভারত। এই নিয়ে টানা তিনবার চলতি এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান সূর্য। শুরুটা ভাল করলেও ভারতীয় স্পিনারদের সমানে কার্যত আত্মসমর্পণ করেন পাক ব্যাটাররা। মাত্র ১৪৬ রানে শেষ হয় ইনিংস। রান তাড়া করতে নেমে প্রথম দিকটায় চাপে পড়লেও তিলক, সঞ্জু, শিবমরা সামলে নেন। দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যান তিলক।
ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৯.১ ওভারে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে। ৫৭ রান করে বরুণের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ফকর জমান সাজঘরে ফেরেন ৪৬ রান করে। চারটি উইকেট নেন কুলদীপ, দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, অক্ষর এবং বরুণ চক্রবর্তী।
রান তাড়া করতে নেমে পর পর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। অভিষেক, সূর্য কুমার, গিল ফিরে যাওয়ার পর জুটি বেঁধে লড়তে থাকেন সঞ্জু স্যামসন ও তিলক ভর্মা। ২৪ রান করে ফেরেন সঞ্জু স্যামসন। অর্ধ শতরান পূর্ণ করেন তিলক। তাঁকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে।
ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়ে ফেরেন তিনি। পাঁচ উইকেটে জয়ী হয় টিম ইন্ডিয়া। অপরাজিত ৬৯ রানের অনবদ্য ইনিংস খেললেন তিলক। তিন উইকেট নিয়েছেন আশরফ।