২০২৫ সালে ঘৃণা ভাষণের বহর দ্বিগুণ বৃদ্ধি, শীর্ষে যোগীর উত্তরপ্রদেশ

January 16, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: বেড়েই চলেছে ঘৃণা ভাষণের বহর। ২০২৩ সালের এপ্রিলে দেশের শীর্ষ আদালত বলেছিল, ‘রাজ্যে রাজ্যে ঘৃণা ভাষণ বন্ধে কড়া পদক্ষেপ করতে হবে সরকারকে। অভিযোগ দায়েরের জন্য অপেক্ষা করলে চলবে না। অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ব্যবস্থা নিতে হবে পুলিশ-প্রশাসনকে।’ তা সত্ত্বেও মোদী আমলে ঘৃণা ছড়ানো অব্যাহত। ঘৃণা ভাষণের নিশানা কেবল ধর্মীয় সংখ্যালঘুরা। মূলত মুসলমান জনগোষ্ঠী।

‘ইন্ডিয়া হেট ল্যাব’র রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায় মূলত মুসলমান ও খ্রিস্টান নিশানা করে বিদ্বেষ ভাষণের ঘটনা ঘটেছে ১,৩১৮টি। দিনে গড়ে চারটি করে ঘৃণা ভাষণের ঘটনা ঘটেছে। যার ৯৮ শতাংশই মুসলমানদের টার্গেট করে। ২০২৩ সালে ঘৃণা ভাষণের সংখ্যা ছিল ৬৬৮টি। ২০২৫ সালে তা বেড়ে হয় ৯৭ শতাংশ অর্থাৎ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ঘৃণা ভাষণ তুঙ্গে উঠেছিল। রাম নবমীর শোভাযাত্রা ও পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে মোট ১৫৮টি ঘৃণা ভাষণের ঘটনা ঘটেছে। ঘৃণা ভাষণের নিরিখে শীর্ষে রয়েছে বিজেপি বা পদ্মের শরিক দলের জোট সরকার শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলি। একেবারে শীর্ষ স্থানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ব্যক্তি তালিকার প্রথমে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশকে পাত্তা না দিয়ে বিজেপি বা তার জোট সরকার শাসিত রাজ্যগুলিতে ঘৃণা ভাষণের বন্যা বয়ে গিয়েছে। ১০০ পাতার রিপোর্টে ‘ইন্ডিয়া হেট ল্যাব’র দাবি, ২০২৫ সালে মোট ১,৩১৮টি ঘৃণা ভাষণের ঘটনার মধ্যে ১,১৫৬টি-ই কেবলমাত্র মুসলমানদের নিশানা করে বানানো হয়েছে। ১৩৩টি ঘটনায় মুসলমানদের সঙ্গে নিশানা ছিল খ্রিস্টানরাও। কেবল খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিশানা করা হয়েছে ২৯টি ক্ষেত্রে। সব মিলিয়ে ১৬৯টি ঘটনায় রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিরুদ্ধে। শতকরা বিচারে ২০২৪ সালের তুলনায় খ্রিস্টান-বিদ্বেষের ঘটনা বৃদ্ধি পেয়েছে ৪১ শতাংশ।

১,১৬৪টি ঘটনাই ঘটেছে ডবল ইঞ্জিন রাজ্যে। শতকরা হিসাবে ৮৮ শতাংশ! ২০২৪ সালে যা ছিল ৯৩১টি। ২০২৫ সালে ২৬৬টি ঘৃণা ভাষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। তারপরেই মহারাষ্ট্র ১৯৩টি, মধ্যপ্রদেশে ১৭২টি, উত্তরাখণ্ডে ১৫৫টি। দেশের রাজধানী দিল্লিতে বিদ্বেষ ভাষণের ঘটনা ঘটেছে ৭৬টি।
বিরোধী রাজ্যগুলির মধ্যে প্রথম দশে রয়েছে কেবল কংগ্রেস শাসিত কর্ণাটক। মাত্র চল্লিশটি ঘটনা ঘটেছে সেখানে। মোট সাতটি বিরোধী শাসিত রাজ্যে মোট ১৫৪টি বিদ্বেষ ভাষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ছিল ২৩৪টি। পরিসংখ্যান বলছে, বিরোধী শাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা ৩৪ শতাংশ কমেছে। ঘৃণা ভাষণের ক্ষেত্রে ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গোটা ২০২৫ সালে ৭১টি ঘৃণা ভাষণ দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। তিন নম্বরে রয়েছে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen