মহাষ্টমীর রাতে জনজোয়ার কলকাতায়, উত্তর থেকে দক্ষিণ রেকর্ড-ভাঙা ভিড়

October 1, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: ষষ্ঠীর ভিড়ের নজির ভেঙেছিল সপ্তমী আর সপ্তমীর ভিড়কে ছাপিয়ে গেল মহাষ্টমীর ভিড়।

এদিন দুপুরে বৃষ্টি নামে। ঘণ্টা দেড়েকের বৃষ্টি মানুষের আবেগকে দমাতে পারেনি। কলকাতার নানা প্রান্তে পুজো মণ্ডপের পথে জল-কাদা জমলেও ঠাকুর দেখা দমাতে পারেনি! বিকেল হতেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়তে থাকে ভিড়। ছাতা, রেনকোট নিয়েও মানুষ নেমে পড়েন প্যান্ডেল হপিংয়ে। নামী পুজোগুলিতে ঢল নামান দর্শনার্থীর।

 

বৃষ্টিকে হারিয়ে মহাষ্টমীর ম্যাচ অফ দ্য ম্যাচ মানুষই। রাত বাড়তেই মানুষের ঢল নামে প্যান্ডেলে প্যান্ডেলে। রাতের দিকে শহর ও শহরতলির কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও ছেদ পড়েনি ভিড়ে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র সমান ভিড়। জনজোয়ার সামাল দিতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করতে হয়েছে। কলকাতা থেকে জেলা— পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো।

 

শ্রীভূমি, উত্তরে বাগবাজার, কাশি বোস লেন থেকে হাতিবাগান সব পুজো প্যান্ডেলেই ছিল ভিড়। ম্যাডক্স স্কোয়ারে কাদা জল পেরিয়ে তরুণ-তরুণীদের ভিড় ছিল। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক, সিংহী পার্ক, সুরুচি, সব জায়গাতেই ভিড় ছিল। রাত যত বাড়তে থাকে ভিড়ও বাড়ে পাল্লা দিয়ে।

 

জেলাগুলিতেও একই ছবি। কোচবিহার থেকে কাঁথি গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গী করেই চলেছে ঠাকুর দেখা। পাল্লা দিয়ে ভিড়ও বেড়েছে। হাওয়া আগেই জানিয়েছে, দুর্যোগ শুরু হতে পারে নবমী থেকে। উত্তর আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে বাংলার দিকে ধেয়ে আসতে পারে। তার জেরে নবমী-দশমীতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টি এড়াতে অনেকেই অষ্টমীর রাতে ঠাকুর দেখা সেরে ফেলতে নেমে পড়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen