2006 Mumbai train blasts: অভিযুক্তরা বেকসুর খালাস

২০০৬ সালের ভয়াবহ মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলায় এবার বড়সড় মোড়! প্রায় দুই দশক পর হাইকোর্ট (Bombay High Court) বেকসুর খালাস করে দিল মামলায় অভিযুক্ত ১২ জনকেই। আদালত জানায়, prosecution কোনওভাবেই অভিযোগ প্রমাণে সফল হয়নি।
২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মাত্র ১১ মিনিটের ব্যবধানে মুম্বইয়ের ৭টি লোকাল ট্রেনে পরপর বিস্ফোরণ হয়। ভয়াবহ ওই হামলায় মৃত্যু হয় ১৮৯ জনের, আহত হন ৮০০-রও বেশি। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল প্রেসার কুকার বোমা। বিস্ফোরণ ঘটে Matunga ও Mira Road railway স্টেশনের মাঝামাঝি।
এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। ২০১৫ সালে মহারাষ্ট্রের স্পেশাল ট্রায়াল কোর্ট অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। ফয়জল শেখ, আসিফ খান, কামাল আনসারি, এহতেশাম সিদ্দিকি এবং নাভেদ খান—এই পাঁচ জনের ফাঁসির সাজা হয়, বাকি সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অভিযুক্তদের মধ্যে আবার একজন ২০২১ সালে মারা যান।
তবে ট্রায়াল কোর্টের রায় চ্যালেঞ্জ করে অভিযুক্তরা বম্বে হাইকোর্টে আবেদন করেন। আজ (সোমবার) বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চন্দকের ডিভিশন বেঞ্চ জানান, প্রসিকিউশন কোনওভাবেই প্রমাণ দিতে পারেনি যে অভিযুক্তরা এই হামলায় জড়িত ছিল। আদালতের পর্যবেক্ষণ—প্রত্যক্ষদর্শীদের বয়ান ছিল অবিশ্বাস্য, বিস্ফোরণের শতদিন পরও মুখ মনে রাখা সম্ভব নয়।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, যদি অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনও মামলা না থাকে, তবে তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই রায়ের পরই আইনিমহলে প্রশ্ন উঠছে যে তাহলে প্রায় দুই দশক ধরে অভিযুক্তরা জেলে থাকলেন কিসের ভিত্তিতে? প্রমাণ ছাড়াই এত কড়া সাজা কীভাবে ঘোষিত হয়েছিল? এই মামলার ভবিষ্যৎ পর্ব কোন পথে এগোয় সেটাই এখন দেখার বিষয়।