ইউনাইটেড ফ্রন্ট দূর অস্ত, এবার বিজেপির হাত ধরল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল
কুমারস্বামী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ NDA-তে যোগ দিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডিএস। তাঁর ছেলে কুমারস্বামী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবারও নাড্ডা ও শাহর সঙ্গে বৈঠক করেছিলেন দেবেগৌড়া-কুমারস্বামী। তারপর থেকেই গুঞ্জন জোরালো হচ্ছিল, শুক্রবারই হয়তো এনডিএ জোটে যোগ দেবে তাঁদের দল। সেই গুঞ্জনই সত্যি হল।
উল্লেখ্য, এইচ ডি দেবেগৌড়া ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত ইউনাইটেড ফ্রন্ট সরকারের হয়ে ভারতের ১১তম প্রধানমন্ত্রী ছিলেন এবং এর পূর্বে ১৯৯৪ হতে ১৯৯৬ পর্যন্ত কর্ণাটকের ১৪তম মূখ্যমন্ত্রী ছিলেন।