SIR-র নোটিস পেয়ে হিয়ারিং ক্যাম্পে বিপত্তি, ভিড়ের চাপে পড়ে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: SIR-এ হিয়ারিং নোটিস পেয়ে শুনানির শিবিরে এসে বড়সড় বিপত্তির মুখে পড়লেন এক বৃদ্ধা। প্রবল ভিড়ের চাপে পড়ে গিয়ে হাত ভাঙল তাঁর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর-১ বিডিও অফিসে। আহত বৃদ্ধার নাম সিরিফা বেওয়া (৬৫)।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিরিফা বেওয়া রানিনগর থানার কাতলামারি-১ পঞ্চায়েতের সরন্দাজপুর এলাকার বাসিন্দা এবং জলঙ্গি বিধানসভা কেন্দ্রের ভোটার। মঙ্গলবার দুপুরে রানিনগর-১ নম্বর ব্লকের ক্যাম্পে হিয়ারিংয়ের জন্য এসেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার ওই ক্যাম্পে উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির জেরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধা। এতে তাঁর বাম হাতে ও কোমরে গুরুতর চোট লাগে।
তড়িঘড়ি স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, তাঁর চোট গুরুতর। এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর বাম হাতের হাড় ভেঙে গিয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করা হয়।
বৃদ্ধার ভাইপো আবুল হোসেন এদিন পিসির সঙ্গে এসেছিলেন। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “নোটিস পেয়ে পিসিকে নিয়ে SIR-এর শুনানিতে এসেছিলাম। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে ধাক্কাধাক্কিতে পিসি পড়ে গিয়ে হাত ও কোমর ভেঙে ফেললেন। এই বৃদ্ধ বয়সে হাড় জোড়া লাগতে অনেক সময় লাগবে। অকারণে আমাদের এখন দুর্ভোগ পোহাতে হবে।”
পাশাপাশি নির্বাচন কমিশনের ব্যবস্থা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তিনি। আবুল হোসেনের প্রশ্ন, “চিকিৎসার জন্য যে খরচ হবে, তা কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা নির্বাচন দপ্তরের কোনও আধিকারিক দেবেন?”